শিক্ষা আন্দোলন মঞ্চ ও মুক্তমনার নিবেদন মুক্তান্বেষা (প্রথম বর্ষ, ২য় সংখ্যা)

 

মুক্তান্বেষার ২য় সংখ্যা বাজারে বেরিয়েছে।  শিক্ষা আন্দোলন মঞ্চ এবং মুক্তমনার একটি যৌথ প্রয়াস হিসেবে ঢাকার সেগুনবাগিচা থেকে প্রকাশিত পত্রিকাটির লক্ষ্য হচ্ছে সমাজে যুক্তিবাদ, বিজ্ঞানমনস্কতা এবং মানবকল্যানবোধ প্রতিষ্ঠা। পত্রিকাটির মর্মবানী  'শিক্ষা-যুক্তি-বিজ্ঞান-মানবতা হোক আমাদের আলোকবর্তিকা' -  হয়ত অনেককেই বিশের দশকের প্রগতিশীল শিখা গোষ্ঠির কথা স্মরণ করিয়ে দিবে যাদের শ্লোগান ছিল -

জ্ঞান যেখানে সীমাবদ্ধ
যুক্তি যেখানে আরষ্ট
মুক্তি সেখানে অসম্ভব।

২০০৭ সালের  জুলাই মাসে  মুক্তান্বেষার প্রথম বর্ষ, প্রথম সংখ্যা প্রকাশিত হওয়ার নিমেষ মধ্যে এর প্রথম সংস্করণ নিঃশেষিত হয়ে যায় (অনলাইনে সম্পূর্ণ প্রথম সংখ্যাটি পড়ুন)।  বিদগ্ধ পাঠক এবং সমালোচকদের অনেকেই বলেছেন এটি একটি ব্যতিক্রমধর্মী প্রকাশনা যা আমাদের নতুন প্রজন্মকে সঠিক দিক-নির্দেশনা দেবে এবং তাদের মধ্যে মানবতাবোধ এবং বিজ্ঞানমনস্কতা বৃদ্ধিতে সহায়ক হবে।  ভরসা করি এ সংখ্যাটিও পাঠকদের ভাল লাগবে।

বর্তমান (২য় সংখ্যা) থেকে পড়ুন :   সূচী এবং সম্পাদকীয় 

 

মুক্তান্বেষার ২য় সংখ্যাটি সংগ্রহ করতে বাংলা একাডেমীর বইমেলায় শিক্ষাবার্তা, অঙ্কুর এবং অবসর (প্রতীক) স্টলে খোঁজ করুন

 


 

মুক্তান্বেষা :  যোগাযোগ – সাইফুর রহমান তপন, ৬/৭, সেগুনবাগিচা; বি/৬, ডোমিনো এল্ডোরাডো, ঢাকা – ১০০০, টেলিফোনঃ ৬৬৬৮৬৪০৪৭১

  • মুক্তান্বেষায় লেখা কিংবা প্রতিক্রিয়া পাঠানোর  জন্য  tapan@spb.org.bd, অথবা muktanwesa@yahoo.com   -এ দুটি ইমেইল ব্যবহার করুন অথবা  ডাকযোগে উপরের ঠিকানায় (৬/৭, সেগুনবাগিচা; বি/৬, ডোমিনো এল্ডোরাডো, ঢাকা – ১০০০, বাংলাদেশ) লেখা পাঠান।

  • মুক্তান্বেষার জন্য নিয়মিত লিখুন, বিজ্ঞানমনস্ক প্রগতিশীল মনন গড়ে তুলতে সাহায্য করুন।