বিবর্তনের আর্কাইভ
ভ্রান্ত ধারণা
বিবর্তনবাদ ইউজেনিক্সের জন্ম দিয়েছে
১) ইউজেনিক্স জেনেটিক প্রিন্সিপালের উপর ভিত্তি করে তৈরি, যা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ঘটা বিবর্তন থেকে স্বতন্ত্র। সেজন্যই বহু সৃষ্টিবাদীও (যেমন, William J. Tinkle) ইউজেনিক্সের প্রচারক ছিলেন[1]।
২) বহু ইউজেনিক্সের গবেষণাই ভুলভাবে জীববিজ্ঞানের অপর্যাপ্ত জ্ঞান নিয়ে এবং ‘নির্বাচিত বন্ধ্যাকরণ’ প্রভৃতি প্রক্রিয়ায় করা হয়েছিল[2]। বলা বাহুল্য, বিবর্তন ঘটার জন্য প্রকৃতিতে বিভিন্ন ধরণের প্রকারণ অবশ্য প্রয়োজনীয়। জনপুঞ্জে জেনেটিক প্রকারণ না থাকলে প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়া কাজই করতে পারবে না। কিন্তু ইউজেনিক্সের প্রবক্তারা জোর করে ‘অনাকাঙ্খিত’ জিনকে হটিয়ে দিয়ে প্রকারণকে দূর করার জন্য তৎপর হয়েছিলেন।
৩) যদিও আজ অবধি ইউজেনিক্সের মূল দায় বিজ্ঞানীদের ঘাড়েই চাপানো হয় বাস্তবে স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্রের স্বার্থরক্ষার্থে ইউজেনিক্সকে সুচতুর ভাবে ব্যবহার করা হয়েছিল। যত না বিজ্ঞানী ইউজেনিক্সে সামিল হয়েছিলেন, তার চেয়ে বেশী ছিল সমাজ-বিজ্ঞানী আর রাজনীতিজ্ঞরা - যারা নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছিলেন একে। রাষ্ট্রের ধারণা ছিল এই বিজ্ঞানের অজুহাতে যদি নিচুতলার মানুষগুলোক সরিয়ে ফেলা যায়। সাথে ছিল কিছু বর্ণবিদ্বেষী বিজ্ঞানী, যারা অবৈজ্ঞানিক প্রথায় সার্ভে করে অদ্ভুত সব ফলাফল এনে হাজির করতেন। লক্ষ্যণীয় বিষয় হল, ইউজেনিক্সে যাদের মূল অবদান, সেই বিজ্ঞানীদের কেউই নোবেল পুরষ্কার পাননি, মূল বিজ্ঞানীমহলেও এই তত্ত্ব যথেষ্ট বিতর্কিত ছিল। অথচ তাদের গবেষণার ওপর ভিত্তি করেই রাষ্ট্র আইন প্রবর্তন করে[3]।
৪) বিবর্তনের সাথে ইউজেনিক্সকে জুড়ে দিয়ে জল ঘোলা করে মূলতঃ ধার্মিকেরা। অথচ তারা ভুলে যান, তাঁদের নিজেদের ধর্ম এবং ধর্মপ্রচারকদের ইতিহাস ইউজেনিক্সের চেয়েও ঢের বেশি প্রতারণা, জাতিবিদ্বেষ, হত্যা, সহিংসতা, নির্যাতন প্রভৃতিতে ভরা।
মুক্তমনায় প্রাসঙ্গিক প্রবন্ধ :
দিগন্ত সরকার, ডারউইন থেকে ডাবল হেলিক্স , মুক্তমনা।