বাংলা ব্লগ

বিবর্তনের আর্কাইভ

বিবর্তন ব্লগ

মুক্তমনা কি?

প্রজেক্ট

ইবই

সাহায্য


  ভ্রান্ত ধারণা

মাইটোকণ্ড্রিয়াল ইভের অস্তিত্ব আবিস্কৃত হয়েছে।  ধর্মগ্রন্থে বর্ণিত আদম হাওয়ার কাহিনি তাহলে সত্যি।  

 

 

) মাইটোকন্ড্রিয়াল ইভ আর ধর্মগ্রন্থে বর্ণিত ইভএক বিষয় নয়। মাইটোকন্ড্রিয়াল ইভ বলে বিজ্ঞানীরা প্রচলিতভাবে যেটির নামকরণ করেছেন, সেটি কোন মহিলা ব্যক্তি নয়, বরং সবচেয়ে কাছাকাছি পাওয়া যাওয়া  নারী পুর্বপুরুষ (কমন ফিমেল এন্সেস্টর), নিবাস ছিলো আফ্রিকাতে আজ থেকে ১৪০,০০০ হাজার বছর আগে[1]। আরো ভাল করে বললে মাইটোকন্ড্রিয়াল ইভ হচ্ছে  ‘the most recent common female ancestor, not the original female ancestor Mitochondrial Eve was merely the youngest common ancestor of all today’s mtDNA. She may not even have been human[2].

 

 

২) একইভাবে সবচেয়ে কাছাকাছি পাওয়া যাওয়া কমন পুরুষ এন্সেস্টরের (কমন মেল এন্সেস্টর) হদিসও বের করা হয়েছে, এটাকে বলা হয় ওয়াই-ক্রোমোজমাল আদম (Y-chromosomal Adam)। এই ‘আদম’ বাস করতেন আজ থেকে  ৬০,০০০ থেকে ৯০,০০০ বছর আগে[3]

 

অর্থা, বিজ্ঞান অনুযায়ী  আওম হাওয়া দম্পতি ছিলেন না, হাওয়া বা ইভের বয়স আদমের চেয়ে অনেক বেশি। বাবা আদম ষাট হাযার বছর আগে আফ্রিকায় বাস করতেন। অর্থা মা হাওয়া পৃথিবীতে এসেছিলেন বাবা আদম থেকে প্রায় দেড় লক্ষ বছর আগে। যুক্তির আলোকে ধরে নিলে, হাওয়ার গর্ভ থেকেই আদমের বের হওয়া উচি, অথচ ধর্মগ্রন্থে শেখানো হয়েছে আদমের পাঁজরের হাড় থেকে হাওয়ার জন্ম হয়েছে।  

 

 

মুক্তমনায় প্রবন্ধ :

 


 

[1] Endicott, P; Ho, SY; Metspalu, M; Stringer, C (September 2009), "Evaluating the mitochondrial timescale of human evolution", Trends Ecol. Evol. (Amst.) 24 (9): 515–21

[2] Mark Isaak, The Counter-Creationism Handbook, University of California Press.

[3] P. A. Underhill, et al., 2000. Y chromosome sequence variation and the history of human populations. Nature Genetics 26(3): 358-361.

প্রশ্নোত্তরে বিবর্তন